Sunday, 21 March 2021

শরয়ী পরিমাপের আধুনিক পরিমাণ


শরয়ী পরিমাপের আধুনিক পরিমাণ
আমরা দৈনন্দিনের দ্বীনী জিন্দেগীতে বিভিন্ন পরিমাণ ও পরিমাপের সম্মুখীন হই। অযু-গোসল, হজ্জ-যাকাত, ফিতরা, কুরবানী, বিয়ে-শাদি ইত্যাদি ক্ষেত্রে শরীয়ত কতৃক নির্ধারিত বিভিন্ন পরিমাপ রয়েছে। ইসলামী শরীয়তের উৎস কুরআন ও হাদীসে সেসব পরিমাণ তৎকালীন প্রচলিত পরিমাপ অনুযায়ী উল্লেখিত হয়েছে। কিন্তু বর্তমানে আর সেসব পরিমাণের প্রচলন নেই। তাই আমাদের প্রচলিত পরিমাপ অনুযায়ী সেসব শরয়ী পরিমাপের পরিমাণ জানা দরকার। নিম্নে আধুনিক পরিমাপে শরয়ী পরিমাপ সমূহের পরিমাণ উল্লেখ করা হলো।
শরয়ী একক দেশীয় একক মেট্রিক একক
ক্বিরাত : ১.৮ রতি ০.২১৮৭ মি.গ্রা.
দানিক : ৭.২ রতি ০. ৮৭৪.৮ মি.গ্রা.
দিরহাম: ২৫.২ রতি ৩.০৬১৮ গ্রাম
দিনার/মিছকাল: ৩৬ রতি ৪.৩৭৪ গ্রাম
ক্বাফীয : ১২ সা’ ৩৮কে.২১১.২৬৪গ্রা
রিতিল : ৩৪.১২৫ তোলা ৩৯৮.০৩৪ গ্রাম
উকিয়া : ১০.৫ তোলা ১২২.৪৭২ গ্রাম
মুদ/মন: ৬৮.২৫ তোলা ৭৯৬.৬৮ গ্রাম
ওয়াসক: ৫ মণ ৪ সের ১২ ছটাক। ১৯১কে. ৫৬.৩২০ গ্রাম
দেশীয় পরিমাপের আধুনিক পরিমাণ
মাষা : ৮ রতি ৯৭২ মি.গ্রা.
আনা : ৬ রতি ০.৭২৯ মি.গ্রা.
ভরি/তোলা: ১২ মাষা/৯৬ রতি/১৬আনা ১১.৬৬৪ গ্রাম
সা’-এর পরিমাণ
১ সা’ = ২৭৩ তোলা (দিরহামের হিসাবে)।
” = ২৭০ তোলা (দিনার/মিছকালের হিসাবে)।
” = ২৮০.৫০ তোলা (হযরত মাওলানা ইয়াকুব নানুতবী রহ. এর পাত্রের পরিমাপ হিসাবে)।
বি:দ্র: হযরত মাওলানা মুফতী শফী রহ. তৃতীয় পরিমাপ অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করাকে অধিক সতর্কতা বলে উল্লেখ করেছেন। (জাওয়াহিরুল ফিকহ ৩/৪০৪)
সুতরাং এক সা’ = ২৮০.৫০ তোলা/৩ কেজি ২৭১.৭৫২ গ্রাম (প্রায় ৩ কেজি ২৭২ গ্রাম)।
আর অর্ধ সা’ = ১৪০.২৫ তোলা/১৬৩৫.৮৭৬ গ্রাম (প্রায় ১ কেজি ৬৩৬ গ্রাম)।
দিরহামের পরিমাণ
✶ ১ দিরহাম = ২৫.২ রতি/৩.১৫ মাষা/৪.২ আনা/০.২৬২৫ তোলা/ ৩.০৬১৮ গ্রাম রূপা।
✶ সর্বনিম্ন মহর ১০ দিরহাম = ২৫২ রতি/৩১.৫ মাষা বা ৩১ মাষা ৪ রতি/২ ভরি ১০ আনা রূপা বা ২.৬২৫ তোলা/৩০.৬১৮ গ্রাম রূপা।
✶ মহরে ফাতেমীর পরিমাণ (৫০০ দিরহাম) :
১৩১ ভরি ৪ আনা বা ১৩১.২৫ ভরি/১৫৩০.৯ গ্রাম বা ১ কেজি ৫৩০ গ্রাম ও ৯ মিলিগ্রাম রূপা।
✶ যাকাতের ক্ষেত্রে রূপার নেসাব : ২০০ দিরহাম/৫ উকিয়ার পরিমাণ:
৫২.৫ ভরি/৬৩০ মাষা/৫০৪০ রতি/৮৪০ আনা/ ৬১২.৩৬ গ্রাম রূপা ।
✶ দিয়তের পরিমাণ ১০,০০০ দিরহাম : ২৬২৫ ভরি/৩০ কেজি ৬১৮ গ্রাম রূপা।
দিনারের পরিমাণ
✶ ১ দিনার = ৬ আনা/৩৬ রতি/৪.৫ মাষা/ ০.৩৭৫ তোলা/৪.৩৭৪ গ্রাম স্বর্ণ।
✶ যাকাতের ক্ষেত্রে স্বর্ণের নেসাব: ২০ দিনার বা ২০ মিছকালের পরিমাণ :
১২০ আনা/৭২০ রতি/৯০ মাষা/৭.৫ তোলা বা ভরি/৮৭.৪৮ গ্রাম স্বর্ণ।
✶ দিয়তের পরিমাণ ১,০০০ দিনার : ৩৭৫ ভরি/৪ কেজি ৩৭৪ গ্রাম স্বর্ণ।
✶ শরয়ী সফরের দূরত্ব : ৪৮ মাইল বা ৭৭.২৪৮৫১২ কি.মি. (প্রায় ৭৮ কি.মি.)।
✶ নাজাসাতে গলীযার ক্ষমাযোগ্য পরিমাণ :
নাজাসাতে গলীযা দুই প্রকার।
তরল নাপাকি যেমন : রক্ত, বীর্য ইত্যাদি। এ প্রকার নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ : ১ দিরহাম (তথা গোলাকৃতির এক টাকার বড় পয়সা বা হাতের তালুর নিচু স্থান সমপরিমাণ) পরিমাণ বা তার কম।
গাড় বা শক্ত নাপাকি যেমন মানুষের মল, পশুর পায়খানা ইত্যাদি। এ প্রকার নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ : এক মিছকাল (তথা গোলাকৃতির এক সিকি/চার আনা পয়সা পরিমাণ) অর্থাৎ ৪.৩৭৪ গ্রাম পরিমাণ বা এর কম।
✶ পুরুষের জন্য রূপার আংটির বৈধতার পরিমাণ :
১ মিছকাল বা ৬ আনা কিংবা ৪.৫ মাষা তথা ৪.৩৭৪ গ্রামের কম পরিমাণ রূপা।
সূত্র: জাওয়াহিরুল ফিকহ ৩য় খণ্ড, মাসাইলুল মীযান সহ সংশ্লিষ্ট আরও অন্যান্য কিতাব।

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...