Monday, 1 October 2018

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলম গায়বের দলিল

নবীজি এলমে গায়েব জানেন হাদিস দেখুনঃ
========================================
হযরত যায়দ ইবনে আরকাম (রা:) থেকে বর্ণি ত, তিনি বলেন: একবার “নবী করিম (দ:) আমাকে বাইরে পাঠালেন এ কথা বলে, ‘আবু বকর (রা:)-এর সাথে গিয়ে সাক্ষাৎ করো। তুমি তাকে পাবে নিজ ঘরে কাপড় মুড়িয়ে পা গুটিয়ে (মোহতাবইয়ান) বসে থাকতে। তাঁকে বেহেশতের সুসংবাদ দেবে। এরপর পাহাড়ে যাবে তখন তুমি উমর (রা:)-কে খচ্চরের পিঠে আরহন রত দেখতে পাবে । তাঁকেও বেহেশতের সুসংবাদ দেবে। অতঃপর উসমান (রা:)-এর কাছে যাবে, যাকে তুমি পাবে বাজারে কেনা-বেচা করতে; তাকেও বেহেশতের খোশ-খবরী দেবে যা একটি মহা ক্লেশের পরে অর্জিত হবে।’ হযরত আরকাম (রা:) বলেন, নবী করিম (দ:) যেভাবে বলেছিলেন, ঠিক সেই অবস্থাতে আমি তাঁদের সবাইকে পাই এবং সংবাদ পৌঁছে দেই।”
(মুসলিম শরীফ- ১১৯৩, নাসাঈ শরীফ-৭৮৮, তিরমিজি শরীফ-৮৬৬৫) (সুবহানাল্লাহ)

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...