Wednesday, 21 November 2018

আমার মোর্শেদ পরশমনি

আল্লাহর দরবারে হাজার শোকর আলহামদুলিল্লাহ!

এমন একটি দরবারের গোলামীতে কবুল করেছেন, যে দরবারের রাহবুর

- একজন হক্কানী-রব্বানী আলেমে দ্বীন।

- হাক্কানী-রাব্বানী আলেমদের উস্তাদ।

- যার সোহবতে বসলে আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা স্মরণ হয়।

- যার কথা শুনলে আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়।

- যার কথা শুনলে কলব নরম হয়ে চোখে পানি আসে।

- যার প্রতি টি কাজ কোরআন ও সুন্নাহ ভিত্তিক।

- যার ওয়াজ - নছিহতের সাথে কারো ওয়াজ - নছিহতের তুলনা হয়না।

- যার ওয়াজ - নছিহতে সলফে সালেহীন আউলিয়ায়ে কেরামদের নিদর্শন পরিলক্ষিত হয়।

- যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত, মিল্লাত - মাযহাব, দেশ ও জাতির কল্যাণে মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

- যিনি আজিবন সুন্নীয়তের খেদমত করে যাচ্ছেন।

- যার সংশ্রবে এসে অনেক বাতিল ফেরকার অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের সায়া তলে এসে সুন্নীয়তের পক্ষে কাজ করে যাচ্ছেন।

- যার প্রতিটি কথা মিল্লাত - মাযহাবের অনুসারীদের জন্য আলোক বর্তিকা স্বরুপ।

- যার সোহবতে এসে এককালে যারা সন্ত্রাসী করতো, তারা আজ অস্ত্রের পরিবর্তে মিসওয়াক এবং বুলেটের পরিবর্তে তাসবীহ হাতে নিয়েছে।

- যার অনুসারীদের দ্বারা মসজিদ আবাদ হচ্ছে।

- যার মুরিদদের মধ্যে অনেকেই তাঁর শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির স্বার্থে মসজিদ, মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছেন।

- যার আগমনে বিভিন্ন স্থানে মাহফিল সমূহ মুখরিত হয়।

- যার সদারতে / সভাপতিত্বে অসংখ্য সুন্নী সম্মেলন, মাহফিল ও মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে।

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...