Saturday, 12 January 2019

কুকুরের উত্তম স্বভাব


হযরত হাসান বসরী ( রহঃ) বলেন,কুকুরের মধ্যে এমন দশটি স্বভাব পাওয়া যায়,যেগুলো মানুষের মধ্যে পাওয়া গেলে ভালো হত ।

১/ কুকুর ভুখা থাকে যা নেককারদের বৈশিষ্ট্য ।
২/ তার কোন নির্দিষ্ট ঘর নেই, যা আল্লাহর প্রতি নির্ভরশীলদের নিদর্শন ।
৩/ কুকুর রাতে কম ঘুমায় যা আল্লাহ প্রেমিকদের গুণ ।
৪/ মৃত্যুর পর সে কোন সহায়- সম্পত্তি রেখে যায়না যা যাহেদদের আলামত ।
৫/ কুকুর কখনো তার মালিককে ত্যাগ করেনা যা সালেকদের নিদর্শন ।
৬/ কুকুর সংকীর্ণ জায়গাতেই সন্তষ্ট থাকে যা বিনয়ীদের নিদর্শন ।
৭/ যখন কুকুরকে তার জায়গা হতে উচ্ছেদ করা হয় তখন সে তা পরিত্যাগ করে যা আল্লাহর প্রতি সন্তষ্ট লোকদের নিদর্শন ।
৮/ কুকুরকে যদি তার মালিক প্রহার করার পর পুনরায় ডাক দেয় তাহলে সে তাতে সাড়া দেয়।যা আল্লাহর প্রতি আষ্হাশীল লোকদের নিদর্শন ।
৯/ তার মালিক যদি খানায় বসে তখন সে দুরে বসে থাকে যা মিসকিনদের বৈশিষ্ট্য ।
১০/ কুকুর যখন কোন বাড়ি থেকে চলে যায় তখন সে আর ঐ দিকে ফিরে তাকায়না যা চিন্তাশীল লোকদের বৈশিষ্ট্য

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...