আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সবাইকে পড়ার উনুরুধ রইল
ইমাম আবু হানিফা (রহঃ) এর প্রশংসায় ওলামাগণ
ইমাম আবু হানিফা (রহঃ) এর প্রশংসা নিয়ে জগৎবিখ্যাত ওলামায়ে কেরামদের বেশকিছু বক্তব্য পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের বক্তব্য নিম্নে তুলে ধরছি।
১। ইমাম শাফেয়ী (রহঃ) বলেছেন, " الناس فى الفقه عيال عند أبى حنيفة " অর্থাৎ, ফিক্বহের ব্যাপারে মানবজাতি ইমাম আবু হানিফা (রহঃ) এর পরিবারভুক্ত।
২।ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন (রহঃ) বলেন, " ثِقَة مَأْمُون مَا سَمِعت أحدا ضعفه " তিনি হাদীস গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং নিরাপদ ব্যক্তি ছিলেন; আমি কাউকে শুনিনি তাকে দুর্বল বলতে। (উমদাতুল ক্বারী-৬/১২)
৩। আব্দুল্লাহ ইবনুল মুবারক সুত্রে বর্ণিত, " أفقه الناس أبو حنيفة ما رأيت في الفقه مثله "অর্থাৎ,ফিকহে সর্বাধিক জ্ঞানী ছিলেন ইমাম আবু হানিফা (রহঃ);আমি ফিকহে তার মত আর কাউকে দেখিনি।তিনি আরও বলেন,
" لولا أن الله تعالى أغاثني بأبي حنيفة وسفيان كنت كسائر الناس "
অর্থাৎ,যদি আল্লাহ তায়ালা আমাকে আবু হানিফা ও সুফিয়ানের দ্বারা সাহায্য না করাতেন তাহলে আমি অন্যান্য সাধারণ মানুষের মতই থাকতাম।(তাহযীবুত তাহযীব-১০/৪৫০)
৪। আহমাদ ইবনে হাম্বল (রহঃ)বলেন,
هو من العلم والورع والزهد وإيثار الدار الآخرة بمحل، ولقد ضرب بالسياط على أن يلي القضاء لأبي جعفر المنصور فلم يفعل، فرحمة الله عليه"
অর্থাৎ,তিনি ইলম,তাকওয়া,যুহদ ও আখিরাতকে অগ্রাধিকার দেয়ায় ছিলেন অতুলনীয়।আবু জাফর মানসুরের অধীনে তিনি বিচারকের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে তাকে চাবুক দিয়ে প্রহার করা হয়।আল্লাহ তায়ালা তার উপর রহমত করুন।
৫।তার ইন্তিকালের সংবাদ শুনে শুবা ইবনে হাজ্জাজ আল আতকী (রহঃ) বলেন,
"لقد ذهب معه فقه الكوفة، تفضل الله علينا وعليه برحمته"
অর্থাৎ, ইমাম আবু হানিফা (রহঃ) এর সাথে কুফার ফিক্বহ চলে গেল। আল্লাহ তায়ালা তার এবং আমাদের উপর রহমত করুন।
৬। হাসান ইবনে সালেহ বলেন,
"كان النعمان بن ثابت فهما عالما متثبتا في علمه، إذا صحّ الخبر عنده عن رسول الله صلى الله عليه وسلم؛ لم يعده إلى غيره"
অর্থাৎ, নুমান বিন সাবেত (আবু হানিফা রহ. এর আসল নাম) ছিলেন অনেক জ্ঞানী আলেম যিনি অত্যধিক পরিমাণে যাচাই বাছাই করে জ্ঞানার্জন করতেন। তার কাছে রাসুল (সাঃ) এর কোন হাদীস সহীহ প্রমাণিত হলে সেটা ছেড়ে অন্য কোন দিকে পা বাড়াতেন না।
৭। ইমাম আবু দাউদ সাজিস্তানী বলেন,
"رحم الله مالكا كان إماما، رحم الله الشافعي كان إماما، رحم الله أبا حنيفة كان إماما"
অর্থাৎ, আল্লাহ তায়ালা মালেকের উপর রহম করুন, তিনি ইমাম ছিলেন। আল্লাহ তায়ালা শাফেয়ির উপর রহম করুন তিনি ইমাম ছিলেন, আল্লাহ তায়ালা আবু হানিফার উপর রহম করুন, তিনি ইমাম ছিলেন।
৮। ইমাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন,
"إن أبا حنيفة وإن كان الناس خالفوه في أشياء، وأنكروها عليه، فلا يستريب أحد في فقهه وفهمه وعلمه"
অর্থাৎ, যদিও কিছু বিষয়ে লোকেরা ইমাম আবু হানিফা (রহঃ) এর বিরোধিতা করে থাকে এবং তার সিদ্ধান্ত দেয়া বিষয়গুলোকে প্রত্যাখ্যান করে তবে, কেউ কখনো তার জ্ঞান-গরিমা, বুঝ শক্তি নিয়ে সন্দেহ করেনি।
৯। ইমাম যাহবী (রহঃ) বলেন,
"كان إماما ورعا عالما متعبدا كبير الشأن، لا يقبل جوائز السلطان"
অর্থাৎ, তিনি ছিলেন ইমাম, মুত্তাকী আলেম, অনেক সম্মানি বান্দা; তিনি কখনও বাদশাহদের পুরস্কার গ্রহণ করতেন না।
১০।হযরত ফুযাইল ইবনে আইয়্যাজ (রহঃ)বলেন,
"كان أبو حنيفة معروفا بكثرة الأفعال، وقلة الكلام وإكرام العلم وأهله"
অর্থাৎ,আবু হানিফা (রহঃ)ছিলেন কম কথা বলা,বেশি কাজ করা এবং জ্ঞান ও জ্ঞানীদের প্রতি সম্মান প্রদর্শণকারী হিসেবে সমধিক প্রসিদ্ধ ব্যক্তি।(উসুলুদ্দিন ইনদা আবি হানিফা-৬৯)
No comments:
Post a Comment