Tuesday, 9 April 2019

নারী ও পুরুষের নামাজের পার্থক্য

পুরুষ-মহিলার নামাজের
পার্থক্য
আবু হিকমা
আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর
সৃষ্টিতে অনেক বৈচিত্র্য দান
করেছেন। তাই উভয়ের ইবাদতেও
রয়েছে কিছু পার্থক্য। পুরুষ ও নারীর
নামাজের কিছু পার্থক্য এখানে
আলোচনা করা হচ্ছে
১. তাকবিরে তাহরিমা বলার সময় পুরুষ
কানের লতি পর্যন্ত হাত ওঠাবে। আর
মহিলা কাঁধ পর্যন্ত হাত ওঠাবে।
(মাজমাউজ জাওয়ায়েদ : ১/১৮২)
২. পুরুষের হাত খোলা থাকবে। আর
মহিলার হাত কাপড়ের ভেতরে
থাকবে। বের করবে না। (ফাতওয়া
শামি : ১/৫০৪)
৩. পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। আর
মহিলা হাত বাঁধবে বুকের ওপর।
(ফাতওয়া শামি : ১/২০১)
৪. মহিলা ডান হাতের তালু বাম
হাতের পিঠের ওপর স্বাভাবিকভাবে
রাখবে। পুরুষদের মতো শক্ত করে
বাঁধবে না। (ফাতাওয়া রহিমিয়া :
৭/২২২)
৫. রুকুতে পুরুষ মাথা পিঠ ও নিতম্ব
সোজা রাখবে। আর মহিলারা পুরুষদের
তুলনায় কম ঝুঁকবে। (ফাতাওয়া শামি :
১/৫১৪)
৬. রুকুতে পুরুষ বাহু ও পাঁজর পৃথক রাখবে।
আর মহিলা উভয় বাহু পাঁজরের সঙ্গে
পরিপূর্ণ মিলিয়ে রাখবে। (ফাতাওয়া
শামি : ১/৫১৪)
৭. মহিলারা রুকুতে উভয় হাত হাঁটুর ওপর
স্বাভাবিকভাবে রাখবে এবং হাতের
আঙুলসমূহ মিলিয়ে রাখবে। পুরুষদের
মতো আঙুল ছড়িয়ে শক্তভাবে হাঁটু
ধরবে না। (তাহতাবি : ২১৫)
৮. পুরুষরা রুকুতে উভয় পায়ের গোড়ালি
পৃথক রাখবে। আর মহিলারা পরিপূর্ণ
মিলিয়ে রাখবে। (ফাতাওয়া শামি :
১/৫০৪)
৯. নামাজে মহিলারা অত্যন্ত জড়সড় ও
সংকুচিত হয়ে সেজদা করবে। (ইলাউস
সুনান : ৩/২৪)
১০. মহিলারা সেজদায় পুরুষদের মতো
কনুইদ্বয় খোলা ও ছড়িয়ে রাখবে না।
(তাহতাবি : ২১৭)
১১. সেজদায় পুরুষ পেট ও উরু পৃথক
রাখবে। তবে মহিলারা উভয় রানের
সঙ্গে পেট মিলিয়ে রাখবে।
(বায়হাকি : ২/২২৩)
১২. মহিলাদের বাহুদ্বয় পাঁজরের সঙ্গে
মিলিত
থাকবে। আর পুরুষের বাহু পৃথক থাকবে।
(বাহরুর রায়েক : ১/৩২১)
১৩. মহিলাদের কনুইদ্বয় মাটিতে
মিলিত থাকবে। আর পুরুষের বাহু পৃথক
থাকবে। (ফাতাওয়া শামি : ১/৫০৪)
১৪. মহিলারা সেজদায় পা খাড়া
রাখবে না; বরং ডান দিক দিয়ে উভয়
পা বের করে মাটিতে বিছিয়ে
রাখবে এবং উভয় পায়ের আঙুলসমূহ যথা
সম্ভব কেবলামুখী করে রাখবে।
(তাতার খানিয়া : ১/৫০৭)
১৫. বৈঠকের সময় হাতের আঙুলসমূহ
মিলিয়ে রাখবে। (বাহরুর রায়েক :
১/৩২১)
লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...