Sunday, 11 August 2019

ঈদুল আজহার সুন্নাত সমূহ

ঈদুল আজহার সুন্নাত ১৩টি৷
১/ অতি ভোরে ঘুম থেকে উঠা৷
২/ উত্তমরুপে মিসওয়াক করা৷
৩/ উত্তমরুপে গোসল করা৷
৪/ উত্তম পোষাক পরিধান করা৷
৫/ শরীয়ত সম্মতভাবে সাজগোজ করা৷
৬/ আতর/সুগন্দ্বি/খুশবু ব্যাবহার করা৷
৭/ ঈদগাহে যাওয়ার পুর্বে কোন কিছু না খাওয়া৷ বরং কোরবানীর গোশত দ্বারা সেদিনের খাবার শুরু করা৷
৮/ সকাল-সকাল ঈদগাহে যাওয়া৷
৯/ পায়ে হেটে ঈদগাহে যাওয়া৷
১০/ ঈদের নামায ঈদগাহে আদায় করা৷
১১ঈদের নামায সকাল-সকাল
আদায় করা৷
১২/ ঈদগাহে যাওয়া-আশার সময় উচ্চস্বরে তাকবীরে তাশরীক পাঠ করা৷
১৩/ ঈদগাহে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় পত্যাবর্তন করা৷

☞ হাওয়ালাঃ
ফতোয়ায়ে শামী ১/ ৬০৮ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে আলমগীরী ১/ ১৮৪ পৃষ্ঠা৷
আল-হিদায়া ১/১৬১,১৬২ পৃষ্ঠা৷
জাওয়াহারাতুন নাইয়েরা ১/৯০পৃষ্ঠা৷
বেহেশতী গাওহার ১১/১২৮ পৃষ্ঠা৷
কিতাবুস সুন্নাহ ১/৪৫ পৃষ্ঠা৷

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...