Tuesday, 10 September 2019

আশুরার দিনে যা হয়েছিল

আশুরার দিনে সংঘঠিত ঐতিহাসিক ঘটনা সমূহ-

০১. এ দিনে আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করেছেন।

০২. এ দিনে আদি পিতা হযরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়।

০৩. এ দিনেই হযরত আদম (আ.) কে জান্নাতে প্রবেশ করানো হয়।

০৪. চিন্তা সংক্রান্ত বিচ্যুতির কারণে হযরত আদম (আ.) কে পৃথিবীতে প্রেরণের পর এ দিনই তাঁকে চূড়ান্ত সফলতা প্রদান করা হয়।

০৫. এ দিনের কোন এক জুমাবারে হযরত ইস্রাফিলের সিংগার ফুঁৎকারে কেয়ামত সংগঠিত হবে।

০৬. এ দিনে নমরুদের বিশাল অগ্নিকুন্ড হতে হযরত ইব্রাহিম (আ.) মুক্তিলাভ করেন।

০৭. এ দিনে তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা (আ.)'র কথোপকথন ও আসমানী কিতাব ‘‘তাওরাত’’ লাভ।

০৮. এ দিনে জালেম ফেরাউন দলবল সহ নীল নদীতে ডুবে মরে।

০৯. এ দিনে হযরত ইদ্রীছ (আ.)কে জান্নাতে প্রবেশ করানো হয়।

১০. এ দিনে বিবি মরিয়ম (আ.)'র গর্ভ হতে হযরত ঈসা (আ.) এর পৃথিবীতে আগমন করেন।

১১. এ দিনে হযরত নুহ (আ.) ও তাঁর সঙ্গী-সাথীদেরকে মহাপ্লাবন হতে মুক্তি দেওয়া হয়।

১২. এ দিনে হযরত ঈসা (আ.)কে আকাশ উত্তোলন করা হয়।

১৩. এ দিনে হযরত সোলাইমান (আ.)কে হারানো রাজত্ব ফিরিয়ে দেওয়া হয়।

১৪. এ দিনে হযরত আইয়ুব (আ.)কে রোগ থেকে মুক্তি ও ধন সম্পদ পুনঃ প্রদান করা হয়।

১৫. এ দিনে হযরত দাউদ (আ.)'র হাতে জালিম বাদশা জালুত নিহত হয়।

১৬. এ দিনে হযরত ইয়াকুব (আ.) কে তার প্রিয় পুত্র হযরত ইউসুফ (আ.) কে ফিরিয়ে দেওয়া হয়।

১৭. এ দিনে হযরত ইউনুস (আ.) মাছের পেট হতে মুক্তি লাভ করেন।

১৮. এ দিনে আসমান হতে বৃষ্টি বর্ষণের সূচনা হয়।

১৯. এ দিন হযরত ইব্রাহিম (আ.) পৃথিবীতে শুভাগমন করেন।

২০. এ দিনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ)'র প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালা ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নৃশংসভাবে শাহাদাত বরণ করেন।

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...