গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)- এর
রওজা শরীফ অভ্যন্তরে বিদ্যমান ১২টি
রওজা শরীফের পরিচিতি ---
---------------------------------
--- হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ)- এর রওজা শরীফ অভ্যন্তরে যে ১২টি রওজা শরীফ রয়েছে, সেখানে মোট ৩টি সারি। প্রত্যেক সারিতে ৪টি করে সর্বমোট ১২টি মাজার শরীফ বিদ্যমান, উত্তর পাশের সারির বাম পাশ থেকে ক্রমানুসারে এগুলোর পরিচিতি নিম্নরূপ:-
১। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র সহোদর ভ্রাতুষ্পুত্র- কুতুবুল এরশাদ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক ওয়াছেল প্রকাশ (ছোট মাওলানা) ছাহেব কেবলার রওজা শরীফ।
বিশেষ দ্রষ্টব্য:- "হযরত কেবলায়ে কাবার তেতাল্লিশ দিন পূর্বে অগ্রহায়ণ মাসে তিনি ওফাত প্রাপ্ত হন। তাঁহার কোন পুত্র, কন্যা ছিল না, একজন বিধবা স্ত্রী ও ভ্রাতা ভগ্নি রাখিয়া যান।"
২। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র একমাত্র পুত্র, শাহাজাদা-এ-গাউসুলআজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী (কঃ)- এর রওজা শরীফ।
৩। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র প্রিয় নাতি- শাহসুফি সৈয়দ মীর হাসান মাইজভাণ্ডারী (কঃ)'র রওজা শরীফ।
৪। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র বিবি সাহেবানী- সৈয়দা লুৎফুন্নেছা (রঃ)- এর রওজা শরীফ।
৫। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র সহোদর মেঝ ভ্রাতা- হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবদুল হামিদ মাইজভাণ্ডারী (কঃ)'র রওজা শরীফ।
৬। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র পিতা মাইজভাণ্ডার দরবার শরীফে সর্বপ্রথম বসতি স্থাপনকারী- হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মতিউল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)'র রওজা শরীফ।
৭। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র মাতা- সৈয়দা খায়রুন্নেছা (রঃ)- এর রওজা শরীফ।
৮। গাউসুলআজম বিল-বেরাছত হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলাম রহমান (প্রকাশ বাবা ভাণ্ডারী) কেবলায়ে কাবা (কঃ)'র বিবি ছাহেবানী- সৈয়দা জেবুন্নেছা (রঃ)- এর রওজা শরীফ।
৯। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র সহোদর ছোট ভ্রাতা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবদুল করিম মাইজভাণ্ডারী (কঃ)'র রওজা শরীফ।
১০। বাবা ভাণ্ডারী কেবলায়ে কাবা (কঃ)'র মাতা- সৈয়দা মোশাররফ জান বেগম (রঃ)- এর রওজা শরীফ।
১১। হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী (কঃ)'র একমাত্র কন্যা- শাহজাদী সৈয়দা আনোয়ারুন্নেছা (রঃ)- এর রওজা শরীফ।
১২। বাবা ভাণ্ডারী কেবলায়ে কাবা (কঃ)'র সহোদর সেঝ ভ্রাতা শাহসুফি সৈয়দ আবুল হাশেম মাইজভাণ্ডারীর বিবি ছাহেবানী- সৈয়দা মেহেরুন্নেছা (রঃ) প্রকাশ (ছালেহার মা)- এর রওজা শরীফ।
No comments:
Post a Comment