Sunday, 17 November 2019

সর্ব প্রথম সৃষ্টি

সর্ব প্রথম সৃষ্টি

সর্বপ্রথম নুরে মুহম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি সংক্রান্ত সনদ সহ সহীহ হাদীস-

Nusaifa Jannat Tahera

এক শ্রেনীর লোক সমাজে প্রচার করে ও বিভিন্ন বই পুস্তক লিখে প্রচার করে সর্বপ্রথম নুরে মুহম্মদী সসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সংক্রান্ত হাদীস শরীফের কোন সনদ নাই। তাদের জন্য সহীহ সনদ সহকারে এই হাদীস শরীফখানা সংক্ষেপে উল্লেখ করা হলো,
رووي عبد الله بن مبارك عن سفيان الثوري عن جعفر بن محمد الصادق عن أبيه عن جدّه عن أبيه عن علي بن أبي طالب أن الله تبارك وتعالى خلق نور محمد صلى الله عليه وآله قبل أن يخلق السماوات والأرض والعرش والكرسي واللوح والقلم الجنة والنار
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহি আলাইহি থেকে, তিনি হযরত ইমাম জাফর সাদীক আলাইহিস সালাম থেকে, তিনি উনার পিতা থেকে, তিনি উনার দাদা থেকে, তিনি হযরত খলীফাতুল মুসলিমিন আলী ইবনে আলী তালিব আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাবারাক ওয়া তায়ালা আসমান, জমিন, আরশ, কুরসী, লাওহো, কলম, জান্নাত, জাহান্নাম সৃষ্টির পূর্বে পবিত্র নূরে মুহম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। (শরফুল মুস্তফা ১ম খন্ড ৩০৫-৩১১ পৃষ্ঠা; হাদীছ নং ৭৯; লেখক: ইমামুল হাফিয মুহম্মদ ইবনে ইব্রাহিম খারকুশী আন নাইসাবুরী রহমতুল্লাহি আলাইহি। ওফাত: ৪০৬ হিজরী; প্রকাশনী: দারু বাশায়েরুল ইসলামীয়া, আর মক্কাতুল মুকাররমা)

এই হাদীস শরীফ খানার সনদ মুত্তাছিল। এই সনদে রয়েছেন স্বয়ং হাবীবুল্লাহ হুযুর পাক সসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আহলে বাইত শরীফ এর ৪ জন সম্মানিত ব্যাক্তিত্ব। আর সনদের শেষে রয়েছেন আমীরুল মু’মিনি ফিল হাদীস অর্থাৎ হাদীস শাস্ত্রের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ও হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহি আলাইহি উনারা।
অর্থাৎ এই হাদীস শরীফ খানা অত্যন্ত নির্ভরযোগ্য সনদে বর্ণিত। আর এ হাদীছ শরীফ দ্বারাই দিবালোকের ন্যায় প্রমাণিত হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে নুরে হাবীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। সূতরাং আজ যারা বিরোধীতা করছে তারা যে স্পষ্ট বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা প্রমাণিত।

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...