মোরগ ফেরেশতা দেখে; হাদিস ও বিজ্ঞান একমত !
মোরগ ফেরেশতা দেখে ডাকে, মোরগকে গালি দেয়া নিষেধ মর্মে হাদিসঃ
যায়েদ বিন খালিদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সঃ) বলেছেনঃ ‘’তোমরা মোরগকে গালি দিও না। কারন সে মুসল্লিদেরকে সলাতের জন্য জাগিয়ে তোলে’’
আবু দাউদ ৫১০১
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সঃ) বলেছেনঃ ''তোমরা যখন মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্ তায়ালার নিকট তার অনুগ্রহ কামনা করবে। কারন মোরগটি তখন নিশ্চয়ই ফেরেশতা দেখেছে’’
আবু দাউদ ৫১০২
বিজ্ঞানও প্রমান করেছে, মানুষের চোখের গঠন ও মোরগের চোখের গঠন ভিন্নতা রয়েছে। মানুষ যেসমস্ত রং দেখতে পায়, মোরগ এরচে বেশী দেখে। মোরগ অতি বেগুনী রশ্নি সনাক্ত করতে পারে।
No comments:
Post a Comment