হে প্রভু! হে মহারাজা আল্লাহ! বছরের শেষ মুহূর্তে অধম গুনাগারের ফরিয়াদ ও আকুতি মিনতি-
গত হায়াত পাপ-তাপে ভরপুর হয়ে গেছে। তোমাকে দেখায়ে দেখায়ে তোমার অবাধ্যতায় নিমজ্জিত ছিলাম। যে পাপ করেছি, তা যদি মানুষ জানতো তাহলে থুথু নিক্ষেপ করতো। যে পাপ করেছি, তা যদি দুনিয়াতে রাখা হয়, ঠাঁই হবেনা। আমি কী করেছি আমি জানি। আমার অজানা বিষয়েও তুমি জানো। তোমার দরবারে ক্ষমাপ্রার্থী। তুমি মাফ করে দাও। বাকী হায়াত তোমার গোলামী ও সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা সুসজ্জিত করার তাওফীক দান করো। অযোগ্য, অপরাধী ও পাপি-তাপি বান্দার আকুতি কবুল করো।
আমীন ইয়া রাব্বাল আলামীন বহুরমতে নবিয়্যিল আমীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
No comments:
Post a Comment