Monday, 10 September 2018

ঈদুল আজহা উপলক্ষে দুই - একটি কথা

আস সালামু আলাইকুম
ঈদ মোবারক ঈদ মোবারক
আগামী কাল পবিত্র ঈদুল আজহা, এউপলক্ষে দুই একটি কথা-
১) আজ ঈদের রাতে কিছু নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দরুদ শরীফ, তাসবীহ-তাহলীল ও দোয়া করুন।
২)ঈদের নামাজ ওয়াজিব কিন্তু ফজরের নামাজ ফরজ। আগে ফরজের নামাজ আদায় করুন।
৩) সাধ্যমত নতুন কাপড় পরিধান করুন।
৪) একপথে ঈদগাহে গমণ করে অন্য পথে আগমন করার চেষ্টা করুন।
৫) আসা-যাওয়ার পথে তাকবীর পড়ুন। কিন্তু দুঃখের বিষয় আমরা গল্প গুজব করি।
৬) ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার আগে কিছু খাবেন না। ইহাই সুন্নাত।
৭) সাধ‍্যমত সুগন্ধি ব্যবহার করুন।
৮) সাধ‍্যমত কিছু দান-সদকা করুন।
৯) নিজের কুরবানীর পশু নিজেই যবেহ করুন। অন‍্য কারো দ্বারা যবেহ করালে, যাদের পক্ষ থেকে কুরবানী করা হবে, সবাই সামনে উপস্থিত থাকুন।
১০) যবেহের সময় সবাই তাকবীর পড়ুন।
১১) যবেহের সময়, যিনি যবেহ করবেন তিনি এবং যবেহের কাজে যারা সহযোগিতা করবেন, সবাই উচ্চ আওয়াজে- "বিছমিল্লাহি আল্লাহু আকবার" বলুন।
১২) যবেহ করার পূর্বে পশু নাদেখে মত ছুরি ধার দিয়ে রাখুন। পশু বেঁধে মাটিতে ফেলে রেখে ধার দিবেন না। মকরুহ হবে।
১৩) অন্য পশু দেখে মত ছুরি ধার দিবেন না এবং যবেহ করবেন না।
১৪) যবেহের সময় #ছবি, #সেলফি এবং #ভিডিও ইত্যাদি করা থেকে বিরত থাকুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রসার থেকে বিরত থাকুন। যাতে, অন্যান্য #ধর্মাবলম্বীদের বিরক্তির কারণ না হয়। #দুর্বল_অন্তরের মানুষ গুলোর #দুর্বলতার কারণ না হয়। #ছিদ্রান্বেষণ কারীরা সুযোগ না পায়। মনে রাখবেন, কুরবানী নিচক কোন রসম নয়, এটি ইবাদত। এতে আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ ও সন্তুষ্টিই কাম্য।
১৫) বর্জনীয় অংশাবলী মাটির নিচে পুঁতে ফেলুন। যাতে দুর্গন্ধ না ছড়ায়। রোগ- ব্যাধির কারণ না হয়।
১৬) কুরবানীর কাজে সহযোগিতা কারীকে, নির্ধারিত বেতন প্রদান করে হাদিয়া স্বরুপ গোশ্ত  দিতে পারবেন; বেতন স্বরুপ নয়।
১৭) শরিকী কুরবানীর গোশ্ত মেপে-সেপে বন্টন করুন। আন্দাজ করে নিবেন না, শরিকদ্বার কে দিবেন না।
১৮) শরিকদ্বারের কেউ যেন গোশ্ত খাওয়ার নিয়ত না করে।
১৯) গোশ্ত তিন ভাগ করুন। গরিব - মিসকিন, আত্মীয় -  স্বজন এবং নিজের।
২০) কুরবানীর পশুর প্রথমে কলিজা আহার করুন, যদি সম্ভব হয়।

আল্লাহ! আমি এবং পাঠকদের আমল করার তাওফীক দান করুন। আমীন বহুরমতে সাইয়িদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এপোষ্টটি ভাল লাগলে শেয়ার করুন।আমি অধমের জন্য দোয়া করুন।

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...