নির্বোধের জন্য হিতোপদেশ
মূল: শায়খ ফরীদুদ্দীন আত্তার (রহ.)
কাব্যানুবাদ: আবছার তৈয়বী
এক.
ইবরতে গীর আয্ যমাঁ আয় জাওয়াঁ,
তা না বা-শী আয্ শুমারে মুদবেরাঁ।
কাব্যানুবাদ:
হে সুহৃদ! নাও তুমি কালের শিক্ষা কাঁধে,
নতুবা পড়িবে যে তুমি শয়তানের ফাঁদে।
দুই.
হারকেহ্ আয্ দুনিয়া নগীরদ ইবরতে,
হাস্ত আযাঁ মুদবের জাহাঁ রা নিফরতেঁ।
কাব্যানুবাদ:
যে জন নেয় না শিক্ষা ভব পাঠ থেকে,
নির্বোধের মুখ যায় লোক ঘৃণায় ঢেকে।
তিন.
বরকেহ্ পন্দ দোস্তাঁ নকুনদ কবূল,
দর হাকীকত মুদবিরস্ত আঁ বুফজূল।
কাব্যানুবাদ:
উপদেশ যে করে নাকো বন্ধুর কবুল,
সেজন নির্বোধ খাঁটি নাহি তাতে ভুল।
চার.
শাওরত হার্ কছ কেহ্ বা আবলা কুনদ,
দেও মলঊনশ সবক গোমরাহ কুনদ।
কাব্যানুবাদ:
নির্বোধের মন্ত্রণায় যেই জন চলে,
পথভ্রষ্ট হয় সে শাপী দৈত্যের কলে।
পাঁচ.
আঁ-কেহ্ মাল ও যর দহদ বা জাহেলাঁ,
আঁ-চনা কছ কয়ী বুওয়দ আয মুকবেলাঁ।
কাব্যানুবাদ:
অজ্ঞানেরে দিলে ভাই ধন ও সম্মান,
পারিবে না কভু সে রাখিতে তার মান।
ছয়.
মুদবেরী বাশদ বা আবলা মশওয়ারত,
পশ্ বজাহেল দাদন সীমে ওযারত,
কাব্যানুবাদ:
নির্বোধের পরামর্শে দিও নাকো কান,
জাহেলের হাতে কভু দিও না সম্মান।
সাত.
যর চু জাহেল রাহামী আয়দ বকফ্,,
মীকুনদ আছরাফ মী ছাযদ তলফ্।
কাব্যানুবাদ:
ক্ষমতা-ধন আসে যদি জাহেলের হাতে,
অপব্যয় করে সদা উল্লাসে মাতে।
আট.
নাশনূদ আয্ দোস্ত মুদবের পন্দ রা,
আয্ জেহালত বগসলদ পাউন্দ রা।
কাব্যানুবাদ:
নির্বোধ শোনে না কভু বন্ধুর বচন,
বরঞ্চ অবাধে করে সম্পর্ক ছেদন।
তারিখ: ৩১ জানুয়ারি, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
No comments:
Post a Comment