Monday, 16 September 2019

"গান বাজনা করা ও শোনা উভয় হারাম"

***গান বাজনা করাও শুনা উভয় হারাম***

***হাদীস নং ৫১৮৯-হিশাম ইবন আম্মার (রাঃ) আবদুর রহমান ইবন গানাম আশ আরী (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন , আমার নিকট আবু আমের কিংবা আবূ মালেক আশ আরী বর্ণনা করেছেন । আল্লাহর কসম ! তিনি আমার কাছে মিথ্যা কথা বলেন নি , তিনি নবী (সাঃ) কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের মাঝে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে , যারা ব্যভিচার  রেশমী কাপড় , মদ ও বাদ্য যন্ত্রকে হালাল জ্ঞন করবে । অনুরূপভাবে এমন অনেক দল হবে , যারা পর্বতের  কিনারায় বসবাস করবে , বিকাল বেলায় যখন তারা পশুপান নিয়ে নিয়ে ফিরবে তাদের কাছ কোন অভাব নিয়ে ফকীর , আসলে তারা উত্তর দেবে , আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো । এদিকে রাতের অন্দ্ধকারেই আল্লাহ তাদের ধংস করে দেবন , পর্বতটি ধসিয়ে দেবেন , আর অবশিষ্টি লোকদের তিনি কিয়ামতের দিবস পর্যন্ত বানর ও শুকর বানিয়ে রাখবেন । (বুখারী শরীফ , ৯ম খণ্ড , ২১৭-পৃষ্ঠা )

***হাদীস নং ৪৮৪৪-আহমদ ইবন উবায়দুল্লাহ (রাঃ) নাফি (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেনঃ একাদা ইবন উমর (রাঃ) বাদ্য যন্ত্রের শব্দ শুনে তাঁর কানে আঙ্গুল ঢুকিয়ে দেন । তিনি সেখান থেকে দুরে গিয়ে আমাকে বলেনঃ হে নাফে ! তুমি কি এখনও কোন শব্দ শুনতে পাচ্ছ । আমি বলিঃ না । তখন তিনি তাঁর কান থেকে আংগুল বের করে বলেনঃ একদিন আমি রাসূলুল্লাহ (সাঃ) এর সঙ্গে ছিলাম , তিনি এরূপ শব্দ শুনে  এরূপ করেন । (আবু দাউদ শরীফ , ৫ম খণ্ড , ৫১৮-পৃষ্ঠা )

***হাদীস নং ৪৮৪৫-হারুন ইবন আবদুল্লাহ (রাঃ) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ একদা নবী করীম (সাঃ) এর কাছে একজন নপু সংক আসে যার দু হাত ও পা মেহেদী রংয়ে রঞ্জিত ছিল , তখন নবী করীম (সাঃ) জিজ্ঞাসা করেনঃ এ ব্যক্তির অবস্থা কী ? জবাবে সাহাবীগন বলেনঃ ইয়া রাসূলুল্লাহ (সাঃ) ! এ ব্যক্তি স্ত্রীলোকদের সাজে সেজেছে । তখন তাকে শহর থেকে বের করে দেয়ার হুকুম হলে , তাকে নাকী নামক স্থানের দিকে বের করে দেয়া হয় । (আবু দাউদ শরীফ , ৫ম খণ্ড , ৫১৯-পৃষ্ঠা)

***হাদীস নং ৩১৯৫- কুতায়বা (রাঃ) আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন । তোমরা গায়িকা দাসীর ক্রয় বিক্রয় করবে না , তাদের গানের তালিম দিবেনা , এদের ব্যবসায়ে কোন মঙ্গল নেই , এদের বিনিময় মূল্য হারাম । এদের বিষয়ে এই আয়াত নাযিল হয় ।(আরবি..)মানুষের মর্ধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় । (তিরমিযী শরীফ , ৫ম খণ্ড , ৪৭৮পৃষ্ঠা )

***হাদীস নং৪০২০-আবদুল্লাহ ইবন সাঈদ (রাঃ) আবু মালিক আশ আরী (রাঃ) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন । আমার উম্মাতের কিছু লোক মদ পান করবে এবং এর নাম রাখবে অন্য কিছু , তাদের মাথায় উপরে সামনে বাজনা বার্জানো হবে এবং গায়িকা নারীরা গান  পরিবেশন করবে । আল্লাহ তায়ালা এদেরকে যমীনে ধসিয়ে দিবেন । তাদের মধ্যে থেকে কত ককে বানর ও শুকরে রূপান্তরিত করবেন । (ইবনে মাজাহ , ৩য় খণ্ড , ৪৯৯-পৃষ্ঠা)

***হানাফী-মাযহাব ও অন্য- সকল ইমামের সর্ববাদী সম্মত মতে অশ্লীল নৃত্য -গীত , ক্রীড়া কৌতুক ও বাদ্যানুষ্টান সমপূণ হারাম । (আইনী শরহে বুখারী-সৌভাগ্যের পরশমনি , ২য় খণ্ড , ২০২ পৃষ্ঠা)

হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ (আরবি...) বাদ্য যন্ত্র ধ্বংস করিবার জন্য আমি প্রেরিত হইয়াছি ।
মুসনাদে আহমদে বর্ণিত আছে যে ,রাসূলুল্লাহ (সাঃ) বলেন : (আরবি...) নিশ্চয়ই বাদ্যযন্ত্র ও বাশীর বিলোপ সাধন করিবার জন্য আল্লাহ আমাকে পাঠাইয়াছেন ।
তদ্রুপ হযরত আবূ হুরায়রা (রাঃ) হইতে ও বর্ণিত আছে যে রাসূলুল্লাহ (সাঃ) বলেন : (আরবি...) গান-বাদ্য শ্রবণ করা কবিরাহ গুনাহ এবং ইহার আসরে যোগদান করা ফাসিকী আর গান বাদ্য হইতে আনন্দানুভব করা কুফুরী কায । ইমাম গাযযালী (রাঃ) বলেন দাওয়াত কারীর গৃহে বাদ্য যন্ত্রদি থাকিলে দাওয়াত গ্রহণ হারাম । (সৌভাগ্যের পরশমনি-২য় খণ্ড , ২১১ , ২১২ , পৃষ্ঠা ) বিবাহ বা অন্য কোন অনুষ্টানে ভিডিও ফিল্ম করা বা করানো নিঃ সন্দেহে না জায়েয ও হারাম । এহেন কাজ করলে আল্লাহর দরবারে ভয়াবহ শাস্তির যোগ্য হবে । কারন সেসব অনুষ্টানে  বেগানা নারী পুরুষের জমায়েত বেশী হয় । তা যখন  দেখানো হয় । তখন সবাই একে অপরকে  দেখে । আল্লাহ পাক তা নিষেধ করেছেন । (মেশকাত শরীফ , ২য় খণ্ড , ৩৮৫-পৃষ্ঠা )
ইমাম আবু হানিফা (রাঃ) এর ফতওয়া , হলো , যে স্থানে গান বাজনা হয় সে স্থানের মাটি তুলে না ফেলা পযন্ত সেখানে নামাজ হবে না ।
(আরবি...) কিছু লোক আছে যারা মূখতার বশীভূত হয়ে গান খরিদ করে মানুষকে আল্লাহ পথ থেকে সরায়ে দেয়ার উদ্দেশ্যে । তারা আল্লাহর পথের আহবান কে বিদ্রুপ করে । তাদের জন্য লাঞ্চনা কারী  কঠিন আযাব রয়েছে । (সূরা লোকমান , আয়াত -৬)

হাদিসের নির্দেশঃ-(আরবি) অর্থঃ গান শোনা পাপ গানের মজলিসে বসা ফাসেকী ।
(আরবি) অর্থঃ যে ব্যক্তি গায়ীকার কাছে বসে গান শোনে  তার কানে সীলা গলায়ে  ঢালা হবে । (রাসায়েনুন জাবায়েরী , ৩৬৪-পৃষ্ঠা)

সাহাবীদের রায়ঃ-(আরবি) গান এবং যন্ত্র সুর শয়তানের  বাদ্য যন্ত্র (আবূ বকর রাঃ)
(আরবি) গান অন্তরে মোনাফিকির বীজ বপন করে । (আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ) ফেকাহবিদ ওলামাদের রায়ঃ-
১। গান শোনা ফাসেকী গানের স্বাদ গ্রহন করা কুফরী (হানাফী ওলামা বৃন্দু )
২। গান অন্তরে মোনাফেকী সৃষ্টি করে ।(ইমাম আহমদ ইবনে হাম্বল )
৩। গান বেহুদা এবং খারাপ কাজ মিথ্যা এবং বাতিল । (ইমাম শাফেয়ী )
৪। গান ফাসেকদের কাজ । (ইমাম মালেক )
৫ । গান বাতিল , আর বাতিলের  পারিনাম দোযখ । (কাসেম সেম ইবনে মুহাম্মদ )
৬ । গান শয়তান থেকে আরম্ভ হয় । পরিনাম আল্লার অসন্তষ্টি । (উমর ইবনে আব্দুল আজিজ)

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...