নখ ও চুল কাটার শরয়ী পদ্ধতি
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “শনি, ও বুধবার নখ ও চুল কাটা যাবে না। নিশ্চয়ই তা শ্বেত কুষ্ঠ হওয়ার কারণ।” আর নখ কাটা বা চুল কাটা অথবা ছোট করা সুন্নত। তবে নখ কাটা কয়েকটি দিনে নিষেধ করা হয়েছে। আর সেই দিনগুলো হল: শনিবার ও বুধবার। যেটা উক্ত হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত। আর নখ কাটার সুন্নতী নিয়ম হল: ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধা আঙ্গুল পর্যন্ত। সবশেষে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখ কাটতে হবে। আর পায়ের নখ কাটার নিয়ম হল ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। আর মেয়েদের চুল কাটার নিময় হল, যদি কারো চুলের আগা নষ্ট হয় বা ফেটে যায় তাহলে তা কাটা যাবে, তবে কোনো মতেই মেয়েদের চুল কেটে কাঁধের ওপরে উঠানো যাবে না। এটাই হচ্ছে নখ ও চুল কাটার সুন্নতী নিয়ম বা পদ্ধতি।
No comments:
Post a Comment