Sunday, 5 January 2020

নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দলিল নং - ১

قد جاءكم من الله نور و كتاب مبين

অর্থ: নিশ্চয়ই তোমাদের নিকট মহান আল্লাহর পক্ষ হতে এক মহান “নূর” এবং একখানা সুস্পষ্ট কিতাব এসেছে।” ( সূরা মায়েদা ১৫নং আয়াত শরীফ )

এখানে "নূর" দ্বারা উদ্দেশ্য হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । কিতাব দ্বারা উদ্দেশ্য আল কুরআন ।

পৃষ্ঠাসহ তাফসীরের রেফারেন্স -
( √ তাফসীরে ইবনে আব্বাস সূরা মায়েদা ১৫নং আয়াতের তাফসীর , √ তাফসিরে মায়ানিউত তানযীল ১ম খন্ড ৪৪৭ পৃষ্ঠা , √ তাফসিরে মাদারিকুত তানযীল ১ম খন্ড ৪৫৭ পৃষ্ঠা , √ তাফসীরে কবীর ১১ খন্ড ১৮৯ পৃষ্ঠা , √ তাফসীরে মায়ালিমুত তানযীল ২য় খন্ড ২৮ পৃষ্ঠা , √ তাফসীরে জামিউল বয়ান (তাবারী) ৬ষ্ঠ খন্ড ১০৪ পৃষ্ঠা , √ তাফসীরে মাযহারী ৩য় খন্ড ৬৮ পৃষ্ঠা , √ তাফসীরে আবী সাউদ ৩য় খন্ড ১৮ পৃষ্ঠা , √ তাফসীরে জালালাইন ৯৭ পৃষ্ঠা , √ তাফসীরে যাদুল মাসীর ২য় খন্ড ২৫৪ পৃষ্ঠা , √ তাফসীরে জামে আহকামুল কুরআন ৬ষ্ঠ খন্ড ১১৮ পৃষ্ঠা , √ তাফসীরে রহুল মায়ানী ৬ষ্ঠ খন্ড ৯৭ পৃষ্ঠা , √ তফসীরে নাযমুদ দুরার ২য় খন্ড ৪১৯ পৃষ্ঠা , √ তাফসীরে মাওয়ারেদী ২য় খন্ড ২২ পৃষ্ঠা , √ তাফসীরে রূহুল বয়ান ২য় খন্ড ৩৬৯ পৃষ্ঠা )
'
দলিল নং - ২

الله نور السماوات والارض مثل نوره كمشكوة

অর্থ: আল্লাহ পাক আসমান ও জমীনের আলো দানকারী তাঁর নূরের মেছাল হলো- যেমন তাকের উপর একটি বাতি।” (সূরা নূর ৩৫ আয়াত)

পৃথিবীর সকল অনুসরনীয় মুফাসসিরে কিরামগন উক্ত আয়াতে বর্নিত مثل نوره বা নূরের মেছাল বলা হয়েছে । উক্ত “নূর” দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উল্লেখ করেন। যেমন - রঈসূল মুফাসসিরীন, বিশিষ্ট ছাহাবী, হযরত ইবনে আব্বাস (রা.) বলেন ,

مثل نوره- نور محمد صلي الله عليه و سلم في اصلاب اباءه علي هذا الوصف

অর্থ: এ আয়াতে বর্নিত নূর হলো, নূরে মুহম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নূর মুবারক পূর্ব পুরুষগনের পৃষ্ঠ মুবারকে ছিল।”
√ তাফসীরে ইবনে আব্বাস ৪র্থ খন্ড ২৪ পৃষ্ঠা ।

অন্যান্য তাফসীরের পৃষ্ঠাসহ রেফারেন্স - ( √ তাফসীরে দুররুল মানছুর ৫ম খন্ড ৪৯ পৃষ্ঠা , √ তাফসীরে রুহুল মায়ানী ১০ খন্ড ১৬৬ পৃষ্ঠা , √ আল জাওয়াহির ফী তাফসীরে কুরআনীল কারীম ১২ তম খন্ড ২৪-২৫ পৃষ্ঠা , √ তাফসীরে রুহুল বয়ান ৬ষ্ঠ খন্ড ১৫৬ পৃষ্ঠা , √ আল জামিউল আহকামিল কুরআন ১২ খন্ড ২৫৭ পৃষ্ঠা , √ তাফসীরে মাজহারী ৬ষ্ঠ খন্ড ৫২২ পৃষ্ঠা , √ আত্ তাসহীল লি উলূমিত তানযীল ২য় খন্ড ৯৩ পৃষ্ঠা , √ তাফসীরে মাওয়ারাদী ৪র্থ খন্ড ১০২ পৃষ্ঠা , √ তাফসীরে জামিউল বয়ান (তাবারী) ১৮ খন্ড ১০৬ পৃষ্ঠা , √ তাফসীরে মায়ানিউত তানযীল ৩য় খন্ড ৩৩১ পৃষ্ঠা , √ তাফসীরে যাদুল মাসীর লি ইবনে জাওযী ৫ম খন্ড ৩৮২ পৃষ্ঠা , √ তাফসীরে হাক্কানী ৩৪ পৃষ্ঠা , √ তাফসীরে জিয়াউল কুরআন ৩য় খন্ড ৩২৭ পৃষ্ঠা , √ আদ দুররুল মাছুন ফি উলুমিল কিতাবিল মাকুন ৫ম খন্ড ২১৯ পৃষ্ঠা )

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...