Sunday, 28 June 2020

বোখারী শরীফ থেকে বিভিন্ন বিষয়ের দলিল

♥ বোখারী শরীফ থেকে সম্পূর্ণ দলিল দেওয়া হলো যা জানা ও মানা আমাদের ঈমানী দায়িত্ব ♥


→✅ কদমবুছি, হাতে-পায়ে চুমু জায়েজ, মা বাবা, উস্তাদ ও মুরুব্বিদেরকে এমন তাজিম করা  জায়েজ আছে।
📕কোথায় আছে? 
দলিল:- বোখারী শরীফ ১ম খন্ড,১১৪ পৃষ্টা!
বোখারী শরীফ ২য় খন্ড:-৮৮৬ পৃষ্টা!

→✅ কবরে ফুল দেওয়া জায়েজ আছে।
📕কোথায় আছে?
দলিল:- 
বোখারী শরীফ ১ম খন্ড:-১৮২ পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি: হাদীস।

→✅ নবীজি ইলমে গায়েব জানেন, ইলমে গায়েবের খবর রাখেন এবং ইলমে গয়েবের খবর দেন।
📕কোথায় আছে?
দলিল:- 
বোখারী শরীফ ১ম খন্ড:-২৪৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:- ৯৯৩ পৃষ্ঠা,৯৭২ পৃষ্ঠা, ৫৬৭ পৃষ্ঠা।

→✅ ঈদে মিলাদ-উন-নবী উৎযাপন জায়েজ আছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ-উন-নবী।
📕কোথয়া আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৫৫৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:-৬৬২ পৃষ্ঠা,  ৬৬৪ পৃষ্ঠা।
হযরত উমর রাদি: হাদিস!
মেশকাত শরীফ :- ৩৫৮ পৃষ্ঠা, ৪১৯ পৃষ্ঠা! 

→✅ দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম দেওয়া সাহাবিদের সুন্নাত।
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৪০৩ পৃষ্ঠা 

→✅ নবীজি কে ভালবাসলে জান্নাত নিশ্চিত, কোন ঈহুদী যদি নবীজি অন্তর দিয়ে ভালোবাসে, মৃত্যুর আগে কলেমা পড়ে সে ও জান্নাতি হয়ে মরবে।
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-৫২১ পৃষ্ঠা " এবং ৮৮৭ পৃষ্ঠা! 
হযরতে আনাস রাদি: হতে বর্ণিত! 
মেশকাত শরীফ :-১৭৫ পৃষ্ঠা!

→✅ মানুষের মৃত্যুর পরে, দিন তারিখ ঠিক করে অনুষ্ঠান করা,বা চল্লিশা পালন করা জায়েজ আছে।
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
১৬৯ পৃষ্ঠা, ১৬১ পৃষ্ঠা, ৪১৪ পৃষ্ঠা!
বোখারী শরীফ ২য় খন্ড:-
৯৬১ পৃষ্ঠা! 

→✅ জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে।
📕দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
৪৬০ পৃষ্ঠা! হযরতে আনাস রাদি: হতে বর্ণিত! 

→✅ ওসীলা দিয়ে দোয়া করা জায়েজ, আল্লাহ আমার নবিজির ওসীলায় আমাকে মাফ করে দাও! এমন আল্লাহ্‌ ওয়ালা ব্যক্তির উছিলায় আল্লাহ আমাকে মাফ করে দাও।
📕দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-১৭৬ পৃষ্ঠা।

→✅ আল্লাহ্‌ সৃষ্টিকর্তা, নবীজি হচ্ছে বণ্টন কারী বা ধন ভান্ডারের মালিক, আল্লাহ্‌ নবীজ্বিকে বানিয়ে দিয়েছেন।
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ২য় খন্ড:-
১০৭৯ পৃষ্ঠা, ৫৫৮ পৃষ্ঠা, ৯৭৫ পৃষ্ঠা!  উভাব ইবনে আমরের হাদীস!
বোখারী শরীফ ২য় খন্ড:-
১০৪২ পৃষ্ঠায়! হযরতে আবু হুরাইরা রাদি: হাদিস!

→✅ নবীজ্বি হাউজে কাওসারের মালিক, যাকে খুশি তাকে পান করাবেন।
📕কোথায় আছে? 
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
৫৮৬  পৃষ্ঠা,আবু হুরাইরা রাদি: হাদিস!
বোখারী শরীফ ২য়খন্ড:-
৫৯ পৃষ্ঠা, হযরতে আবুহুরাইরা রাদি: হতে বর্ণীত!

→❌আনেকে বলে নবিজি আমাদের মত সাধারন মানুষ, এটা মিথ্যা জালিয়াতি ও ভুল ধারণা।

→✅ "নবিজি এই পৃথিবীর কারো মত না"
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:- 
২৬৩ পৃষ্ঠা, ১০৮৪ পৃষ্ঠা,  হযরত আবুহুরাইরা রাদি: হতে বর্ণিত! ২৬২ পৃষ্ঠা,  হযরত ওমর রাদি: হতে বর্ণিত! ২৮৩ পৃষ্ঠা,  হযরতে আনাস রাদি: বর্ণিত!

→✅ নবীজি এই পৃথিবীর সবকিছু দেখতে পান, পৃথিবীর কোথায় কি হয় না হয় সব কিছু নবিজি দেখেন।
📕কোথায় আছে?
দলিল:-
বোখারী শরীফ ১ম খন্ড:-
১৮ পৃষ্ঠা,  হযরতে আনাস রাদি: হতে বর্ণিত!
১৫৯ পৃষ্ঠা,  আবদুল্লা ইবনে মাসুদ রাদি: হতে বর্ণিত!
বোখারী শরীফ ২য়খন্ড:-
৭৪২ পৃষ্ঠা,  হযরতে আবু ওবাদ রাদি: হতে বর্ণিত!
৭১৭ পৃষ্ঠা, আমর ইবনোল আদ রাদি: হতে বর্ণিত!

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...