Saturday, 15 May 2021

তালাকের পর ছেলে মেয়ে কার কাছে থাকবে

শরিয়াতের বিধান হচ্ছে স্বামী স্ত্রী মধ্যে বিচ্ছেদ হলে ছেলে ৭ বছর এবং মেয়ের বয়স ৯ হওয়া পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ-পোষণের দায়-দায়িত্ব স্বামীর। ছেলে ৭ ও মেয়ের ৯ বছর অতিবাহিত হওয়ার পর তাদের দায়িত্ব বাবা কাঁধে।
অতএব সন্তান বড় হলে বাবার কাছে থাকবে। এ অবস্থায় স্ত্রী ও তার পক্ষের লোকদের উচিত হবে না ছেলেকে তাদের কাছে রেখে দেওয়া।
সূত্র: ১. রাদ্দুল মুহতার শামী খ- নং ৫, পৃষ্ঠা নং ২৫৩
২. ফাতাওয়ে আলমগীরী খ- নং ১, পৃষ্ঠা নং ৫৪১-৫৪২, ৩. আল বাহরুর রায়েক খ- নং ৪, পৃষ্ঠা নং ১৬৯-১৭০

 

No comments:

Post a Comment

معني اللغوي الاستوي

  1.اللغوي السلفي الأديب أبو عبد الرحمن عبد الله بن يحيى بن المبارك [ت237هـ]، كان عارفا باللغة والنحو، قال في كتابه "غريب ...